নিউজ ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও তাদের দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিজড়া জনগোষ্ঠী। আজ সোমবার দুপুর ২টায় জেলা শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে হিজড়া জনগোষ্ঠীর লোকজন এতে অংশ নেন।
'হিজড়া কল্যাণ সংস্থা' আয়োজিত কর্মসূচিতে মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে স্লোগান দেন।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে যেসব রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের হস্থক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য দেন হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুমনা আক্তার কালা, সাধরণ সম্পাদক স্বর্ণালী, সহসভাপতি শাহজাহান সাজু প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস