সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১০:২৩:৫৩

শেখ হাসিনার সঙ্গে কথা বললেন ট্রাম্প

শেখ হাসিনার সঙ্গে কথা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : জাতিসংঘের পূনগর্ঠন সংক্রান্ত এক আলোচনা সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সভায় মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্য শেষ করে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি, সিএনএন ও আল-জাজিরাসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল এই আলোচনা সরাসরি সম্প্রচার করছিল।

এবার জাতিসংঘের অধিবেশনে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি আলোচনার মূল বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের নেতারা এ অধিবেশনে যোগ দেয়ার কথা থাকলেও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এতে যোগ দিচ্ছেন না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে