আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন বাংলাদেশের মতো সারা বিশ্বে চলছে আলোচনা পর্যালোচনা। এই ক্ষেত্রে চার দাবি আলোচনায় উঠে এসেছে:
প্রথমত, অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, আরাকানের যে অঞ্চলে রোহিঙ্গাদের বসতি বেশি অর্থাৎ উত্তর আরাকানে রোহিঙ্গা মুসলমানদের জন্য একটি ‘সেইফ জোন’ তৈরি করতে হবে।
তৃতীয়ত, রোহিঙ্গাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণসহ পূর্ণাঙ্গভাবে নাগরিক অধিকার নিশ্চিত করে উচ্ছেদ হওয়া সকল রোহিঙ্গাকে আরাকানে ফিরিয়ে নিতে হবে।
চতুর্থত, গণহত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করতে হবে।
সূত্র : বাংলাদেশ শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে ‘মিয়ানমারে মানবতার বিপর্যয় : বিবেকের দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস