মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৪৪:২৯

মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসে হেফাজতের স্মারকলিপি

মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসে হেফাজতের স্মারকলিপি

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল সোমবার দুপুরে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে গিয়ে প্রোটোকল অফিসারের কাছে স্মারকলিপি দেয়। এরপর ঢাকাস্থ জাতিসংঘের কার্যালয়ে গিয়ে আরেকটি স্মারকলিপি দেয়।
 
এর আগে সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট সড়কে বিশাল সমাবেশ করে হেফাজত। এরপর  মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে মিছিল নিয়ে  শান্তিনগর পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে। প্রতিনিধি দলে আরো ছিলেন মাওলানা শাহ আতাউল্লাহ, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা মুজিবুর রহমান পেশোয়ারী, মাওলানা হাকীম আব্দুল করীম, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মুনীর হোসাইন কাসেমী ও মুফতী জাকির হোসাইন কাসেমী।
 
বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে নূর হোসাইন কাসেমী বলেন, আরাকান স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রয়োজনে মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে। রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে