মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৩:১৭

ভারতে গিয়ে মোবাইল ফোন হারালেন এইচটি ইমাম, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের আশঙ্কা

ভারতে গিয়ে মোবাইল ফোন হারালেন এইচটি ইমাম, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের আশঙ্কা

নিউজ ডেস্ক : ভারতে একটি অনুষ্ঠানে গিয়ে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের আশঙ্কা করছেন বাংলাদেশের কর্মকর্তারা।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, গত রোববার থেকে কলকাতা সফরে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। সফরকালে নিজের ব্যবহৃত আইফোনটি তিনি হারিয়ে ফেলেছেন।

এ ঘটনায় কলকাতায় বাংলাদেশ চ্যান্সেরি প্রধান বিএম জামাল হোসাইন বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বাংলাদেশি কর্মকর্তারা বলছেন, এইচটি ইমাম বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের একজন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ট। তার আইফোনে গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকতে পারে।

বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা এইচটি ইমামের সঙ্গে ছিলেন। এর মধ্যেই তিনি ফোনটি কিভাবে হারালেন, তা এখনো অস্পষ্ট। তবে বাংলাদেশি কর্মকর্তারা পুলিশকে জানিয়েছেন, কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছেই ফোনটি হারিয়ে থাকতে পারে।

কলকাতা পুলিশ চেষ্টা করছে ফোন সেটটি উদ্ধারের। ইতোমধ্যে ফোনটি থেকে সিম কার্ড সরিয়ে ফেলা হয়েছে নাকি, এখনও তা আছে সেটি খতিয়ে দেখছে পুলিশ। কলকাতার পুলিশ জানিয়েছে, ট্র্যাকিং করে ফোনটি উদ্ধারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ, এর সঙ্গে মর্যাদা জড়িত।

সোমবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, ফোনটি ট্র্যাকিং এখনও অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই এটি উদ্ধার করা সম্ভব হবে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে