ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গা সমস্যা ব্যবহার করে জঙ্গিবিরোধী আন্দোলন দুর্বলের চক্রান্ত করছেন। তার কথা শুনে এটাই স্পষ্ট যে, কোনো সমাধান তার কাম্য নয়, বরং রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে সরকারকে ঘায়েল করার এক চক্রান্তের জাল বোনার চেষ্টা করছে। সামপ্রদায়িকতার জিগির তুলে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ খুঁজছেন তিনি।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মনে রাখতে হবে অন্যের সমস্যা আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা বর্ডার বন্ধ করে দিতে পারতাম। কিন্তু মানবতা ও মনুষ্যত্বকে সর্বোচ্চ স্থান দিয়ে আমরা সমস্যাটা গ্রহণ করেছি। কারণ মানবিক সংকট নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করেন না।
তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রাথমিকভাবে মানুষ বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আশ্রয়-খাদ্য-চিকিৎসা-ত্রাণ- দিচ্ছে। নিজস্ব সম্পদ দিয়ে সাহায্য করছে। দেশের মানুষ এগিয়ে এসেছে। আন্তর্জাতিক সমপ্রদায় এগিয়ে এসেছে, আসছে। সেখানে দুঃখের বিষয়, বিএনপি ও অনেকেই এনিয়ে রাজনীতি করছে। মিথ্যাচার করছে, এতে দেশের ক্ষতি। কারণ এতে সমাধানের বদলে সমস্যা জিইয়ে থাকতে পারে।
তিনি বলেন, যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে তাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কারণ এক্ষেত্রে নারী ও শিশু পাচারের শঙ্কা তৈরি হবে। রোহিঙ্গাদের পুনর্বাসনে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সরকার। তাদেরকে এক জায়গায় রাখা হচ্ছে। তারা যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়তে পারে সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণকেও সতর্ক থাকতে হবে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি