বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০৫:১৫

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আহ্বান জানালেন অং সান সুচি

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আহ্বান জানালেন অং সান সুচি

নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি সফর আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু তার হয়ত অন্য কাজ থাকার এটি স্থগিত হয়ে গেছে। কিন্তু আমরা তাকে যে কোনো সময় স্বাগত জানাতে চাই। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর আমরা প্রত্যাশা করি বলে মন্তব্য করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি।

মিয়ানমারের রাজধানী নাইপেডু বিশ্ববাসীকে উদ্দেশ্য করে দেয়া এক ভাষণে সুচি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দেশে সফর করার আহ্বান জানান।

সুচি বলেন, বংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ক উন্নয়নের জন্য মিয়ানমার জোরালোভাবে কাজ করছে। পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই বছরের জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশে সফর করেছেন। আমরা আশাকরি সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আমরা এগিয়ে নিতে পারবো। সেসব বিষয় যা এক সাথে বাস্তবায়ন করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমি বুজতে পারছি গ্রাম পুড়িয়ে দেয়ায় আমার বন্ধুরা ও বিশ্ববাসী মিয়ানমারের রোহিঙ্গারা পালিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন। কিন্তু কেনো তারা পালিয়ে যাচ্ছে? আমি জানি ৫ সেপ্টেম্বরের পর থেকে মিয়ানমারে আর কিছু ঘটছে না। তাহলে মূল সমস্যাটা কি? মিয়ানমার থেকে বাংলাদেশে কেন এতো রোহিঙ্গা পালিয়ে গেছে তার কারণ জানা নাই আমার। বেশির ভাগ মুসলমান মিয়ানমারে রয়ে গেছে তাই বলতে পারি পরিস্থিতি ততটা ভয়াবহ নয়।

তিনি বলেন, তার দেশ বাংলাদেশে অবস্থান নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত। তবে এটা হতে হবে একটা প্রক্রিয়ার মাধ্যমে । আমরা যেকোনো সময় যাচাই পৃক্রিয়া শুরু করতে প্রস্তুত আছি। যেসব শরণার্থী দেশে ফিরতে চায় তাদেরকে ১৯৯৩ সালের প্রক্রিয়ার মূল নীতির ভিত্তিতে কাজ চালিয়ে যেতে পারি। সে সময় যে আইন ছিল তা আমরা মেনে চলবো।

আমরা যদি কোনো সমস্যা দ্রুত সমাধান করতে না পারি, তার মানে এই নয় যে আর কোনো সময় সমাধান করতে পারবো না। তবে এতে শুধু জনগণের ভোগান্তি হবে। কিন্তু আমরা জনগণের ভোগান্তি দ্রুত দূর করতে চাই। আমি মুসলমানদের সাথে কথা বলতে চাই আসলে সংকটের বিষয়টি কোথায়?
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে