আমানুর রহমান রনি, টেকনাফ থেকে : মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত সৈয়দ করিম (৪৫) নামে এক রোহিঙ্গার লাশ না মিললেও রক্তমাখা একটি শার্ট পেয়েছেন তার স্ত্রী হাসিনা খাতুন। নিহত স্বামীর রক্তমাখা শার্ট পাওয়ার পর আর নিজের ভিটেমাটি ছেড়েছেন এই নারী।
সন্তানদের নিয়ে প্রতিবেশী রোহিঙ্গাদের সঙ্গে পালিয়ে এসেছেন বাংলাদেশে। তবে আসার পথে তার পাঁচ বছরের এক সন্তানও মারা গেছে। আরও তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে আশ্রয় নিয়েছেন উখিয়ার থ্যাংখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্পে। মঙ্গলবার নতুন এই আশ্রয়কেন্দ্রেই এই রোহিঙ্গা নারীর সঙ্গে কথা হয়।
মংডুর হাওয়ার বিল এলাকায় হাসিনা খাতুন তার চার সন্তান, স্বামী নিয়ে ছিলেন। তিনি বলেন, ‘২২ দিন আগে গ্রামে আগুন দেয় মিয়ানমার সেনাবাহিনী। হত্যা করা হয় গ্রামের অনেক পুরুষকে। আমার স্বামীকেও হত্যা করা হয়। এরপর আমি বাচ্চাদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেই।’
এই রোহিঙ্গা নারী আরও বলেন, ‘গ্রাম থেকে সেনাবাহিনী যাদের ধরে নিয়ে গেছে, তাদের অনেককেই হত্যা করা হয়েছে। কয়েকজন বেঁচে আছেন। ফিরে আসা রোহিঙ্গাদের মধ্যে আমার দেবরও আছেন। তার কাছে শুনেছি, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তবে আমি লাশ দেখিনি। স্বামীর রক্তমাখা শার্ট দেখেছি। যারা বেঁচে ছিলেন, তারাই আমার স্বামীসহ আরও কয়েকজনকে দাফন করেছেন।’
রাখাইন থেকে পালিয়ে আসার ঘটনা বলতে গিয়ে হাসিনা খাতুন বলেন, ‘বাংলাদেশে আসতে সাত দিন সময় লেগেছে। পথে পাঁচ বছর বয়সী আমার একছেলে মারা গেছে। আমি শাশুড়ি ও তিন সন্তান নিয়ে পালিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘আমাদের আত্মীয়-স্বজন কাউকে খুঁজে পাচ্ছি না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কোথায় যাব, জানি না।’
উল্লেখ্য, গত ২৪ আগস্ট দিবাগত রাতে মিয়ানমারে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ২৯টি চৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর থেকেই দেশটির সেনাবাহিনী রাখাইন রাজ্যে কথিত ক্লিয়ারেন্স অপারেশন চালায়।
একাধিক আন্তর্জাতিক সংস্থার অভিযোগ রয়েছে, অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দেওয়াসহ গণহত্যা চালিয়ে আসছে। প্রাণ বাঁচাতে ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। ইতোমধ্যে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের টেকনাফ, উখিয়ায় আশ্রয় নিয়েছে।
এমটিনিউজ/এসবি