নিউজ ডেস্ক : প্রয়োজনে কেউ আমার গলা কেটে নিতে পারে। কিন্তু, কেউ বলতে পারে না, আমি কী করব, না করব। হাজারবার উৎসব করব বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
কলকাতা হাইকোর্ট মহরমের দিন দুর্গাপ্রতিমা নিরঞ্জন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার পর কলকাতার একডালিয়ায় দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে একথা বলেন তিনি। উৎসবে কোনওরকম অশান্তি হলে তার সরকার যে কড়া ব্যবস্থা নেবে, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে তিনি বলেন, আমি সংবিধান মেনে চলা লোক। মানবধর্মে বিশ্বাস করি। তোষণের রাজনীতি করি না। উৎসবে অশান্তি পাকালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উৎসবে কোনও গোলমাল বরদাস্ত করা হবে না। কেউ উৎসবের সময় অশান্তি পাকানোর চেষ্টা করলে, আমার থেকে বড় শত্রু তার কেউ হবে না।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বৃহস্পতিবার দুর্গাপুজার উদ্বোধনে গিয়ে ফের মোদি সরকারকে তোপ দেগে বলেন, রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। নানারকম এজেন্সি দিয়ে চক্রান্ত চলে। কিন্তু, যদি দেবদেবী বলে কিছু থাকে, তাহলে আমি এই চক্রান্ত ধূলিসাৎ করে দেব।
পরে কলকাতার ত্রিধারা সম্মেলনীতে গিয়ে মমতা ব্যানার্জী বলেন, আমার কাছে রিপোর্ট এসেছে, একাদশীর দিন কলকাতার ৩১৬টি ক্লাব প্রতিমা নিরঞ্জন করবে না।
প্রসঙ্গত, দশমীর দিন সন্ধ্যা ৬টা থেকে একাদশীর দিন পর্যন্ত দুর্গাপ্রতিমা নিরঞ্জন করা যাবে না বলে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে। মহরম ও তাজিয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যের এই বিজ্ঞপ্তির প্রতিবাদে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়। সেখানে শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত বলেন, সন্ধ্যা ৬টা নয়, দশমীর দিন রাত ১০টা পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। অনভিপ্রেত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাইকোর্টে সওয়াল করেন তিনি।
কিন্তু, রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দেয় যে একাদশীর দিনও প্রতিমা নিরঞ্জন হবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আগামীকাল নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন পুলিশ সুপাররা। থাকবেন পদস্থ কর্মকর্তারাও।
এমটিনিউজ/এসএস