শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১০:০৫:০২

জাতিসংঘে যে ৩টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে যে ৩টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে জাতিসংঘের প্রতি তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এবার তিনি বাংলায় ভাষণ দেন।

► জাতিসংঘে প্রধানমন্ত্রীর যে ৩টি প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবগুলো হলো-
১. সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে
২.সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে
৩. শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করতে হবে

এ ছাড়াও ভাষণে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনতিবিলম্বে মিয়ানমারে জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল প্রেরণের মাধ্যমে চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করতে হবে। জাতি-ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তুলতে হবে।  

একই সঙ্গে রাখাইন রাজ্য হতে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করার দাবিও জানান তিনি।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে