শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৩:২৫

মনটা পড়ে থাকে উখিয়া ও টেকনাফে : ওবায়দুল কাদের

মনটা পড়ে থাকে উখিয়া ও টেকনাফে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে আওয়ামী লীগ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘মনটা পড়ে থাকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। ভাইহারা বোন, সন্তানহারা মা, স্বামীহারা নববধূর ফরিয়াদে কক্সবাজারের বাতাস ভারী হয়ে উঠেছে।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সোনাখালীতে র‌্যাংগস গ্রুপের গাড়ি সংযোজন প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পৃথিবীর দীর্ঘতম এই সেতু আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। এ সেতুর জন্য আমরা ৩০ হাজার কোটি টাকা ফান্ড করেছি। এ টাকার পুরোটাই বাংলাদেশের। দেশে ডাবল ডেকার বাস দেখেছেন। এবার আমরা ডাবল ডেকার সেতু দেখাবো, যার মধ্যে বাস ও ট্রেন দু’টোই চলবে।’  

তিনি আরও বলেন, ‘এদেশকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আস্তে আস্তে দেশের ডেভেলমেন্ট হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে চাই। এজন্য রাস্তায় ভালো ভালো  গাড়ি নামাতে হবে। একইসঙ্গে সর্তকভাবে চালকরা যদি গাড়ি চালান, আর মালিকরা যদি চালকদের কাউন্সিংয়ের বিষয়টি অব্যাহত রাখেন, তবে সড়ক দুর্ঘটনা কমে আসবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস। মনে হয়, দেখার কেউ নেই। ইকোনোমিক ইন্টিলিজেন্সের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ১৪০টি দেশের রাজধানীর মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম, যা যুদ্ধবিধ্বস্ত লিবিয়া, ঘানা, নাইজেরিয়ার রাজধানীর চেয়েও খারাপ। এ দুর্নামের অন্যতম কারণ, ফিটনেসবিহীন গাড়ি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকায় বিদেশিদের কাছে বাংলাদেশের গরিব চেহারা ফুটে উঠে। তাই ভ্রমণে আসা বিদেশিরা মনে করেন, বাংলাদেশ গরিব একটা রাষ্ট্র।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে