শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০৬:২০

সৌদি আরব সর্বদা বাংলাদেশের পাশে : সৌদি রাষ্ট্রদূত

সৌদি আরব সর্বদা বাংলাদেশের পাশে : সৌদি রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক : সৌদি-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গভীর, যা ধর্মীয় সাংস্কৃতিক ও মানবিক বন্ধনের দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সৌদি আরব সর্বদা বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং সাহায্য-সহযোগিতা করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল-মুতাইরি।

সৌদি আরবের ৮৭তম জাতীয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল-মুতাইরি এভাবেই ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ককে তুলে ধরেন।

বাণীতে আরও বলা হয়, সৌদি-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গভীর, যা ধর্মীয় সাংস্কৃতিক ও মানবিক বন্ধনের দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের ইসলাম ধর্মপ্রাণ জনগণ সৌদি আরবকে অত্যন্ত গুরুত্ব দেয়। তারা সৌদির জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তা করে। অন্যদিকে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক সৌদি আরবের বিভিন্ন সেক্টরে কাজ করছে, যা তাদের জন্য পৃথিবীর সর্ববৃহৎ শ্রমবাজার হিসেবে স্বীকৃত।

বাণীর শুরুতে রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ এবং সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সৌদি জাতীয় দিবস আপনাদের প্রথম ঐতিহাসিক দিনটির কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যা প্রতি বছর আলমীযান মাসের প্রথম তারিখে ফিরে আসে, যা প্রতিটি সৌদি নাগরিকের মন ও মননে স্থায়ী অবস্থায় রয়েছে।

বাণীর সমাপনীতে রাষ্ট্রদূত ফের তার দেশ, সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি দোয়া করছি, তিনি যেন আমাদের ভাতৃপ্রতিম এই দেশকে আমাদের জন্য নিরাপদ রাখেন এবং এদেশের সুযোগ্য নেতৃত্বকে আরো শক্তিশালী করেন। একই সঙ্গে অস্থির আঞ্চলিক পরিবেশকে শান্ত ও নিরাপত্তা দান করেন।

দীর্ঘ বাণীতে রাষ্ট্রদূত তার নিজের এবং দূতাবাসের তরফে দুই পবিত্র মসজিদের খাদিম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং তার বিশ্বস্ত যুবরাজ, রাজকীয় পরিবার ও সকল সৌদি নাগরিককে অভিনন্দন জানান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে