শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৭:০৫

'সূ চিকে অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হউক'

'সূ চিকে অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হউক'

মোঃ আমিনুল ইসলাম বুলু : মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের ঘটনার ব্যাপারে অং সান সূচি কোন অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় তার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার আহবান জানান জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বুলু।

তিনি বলেন সূচির মতো যারা এই পুরস্কার পান, তারা শেষ দিন পর্যন্ত এই মূল্যবোধ রক্ষা করবেন, এটাই আশা করা হয়। যখন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শান্তি রক্ষায় ব্যর্থ হন, তখন শান্তির স্বার্থেই নোবেল শান্তি পুরস্কার কমিটির উচিত এই পুরস্কার হয় জব্দ করা নয়তো ফিরিয়ে নেওয়া।

সমগ্র পৃথিবীর মধ্যে যারা এই ধরনের মানবাধিকার লংঘনের মতো ঘটনা ঘটাবেন, তাদেরকে এর পর থেকে অং সান সূচির মতো অশান্তিতে নোবেল দেওয়া হবে। যার মূল্য ধরা হয়েছে বাংলাদেশী টাকায় ১০০১ (এক হাজার এক) টাকা। ভাল কাজ করলে যেমন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তেমনি খারাপ কাজ করলেও অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মানবতাবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ায় ভারতের অবস্থান শীর্ষে। কিন্তু মিয়ানমার সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে অবস্থান না নিয়ে মিয়ানমারের পক্ষে অবস্থান নেওয়ায় সমগ্র পৃথিবী হতাশ হয়েছে।  
আহ্বায়ক
জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে