নিউজ ডেস্ক : খোদ ব্যাংক কর্তারাই নাকি জড়িত কোটি কোটি টাকা দুর্নীতিতে৷ ঢাকায় অবস্থিত ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি) শাখায় হয়েছে এই দুর্নীতি৷ পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ‘ডন’ এর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এই পাকিস্তানী ব্যাংকের ১৬ জন শীর্ষ কর্তা এক হাজার ৮৫০ কোটি পাকিস্তানি রুপি দুর্নীতির মামলায় জড়িত৷ প্রতিবেদনে জানানো হয়েছে, জড়িতদের মধ্যে রয়েছেন সাত বাংলাদেশি৷
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো(ন্যাব)৷ জানা যায়, ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এই দুর্নীতি হয়৷
শুক্রবার আদালতের নির্দেশের এনবিপির সাবেক প্রেসিডেন্ট সাঈদ আলি রাজা, ঢাকা শাখার মহাব্যবস্থাপক ওয়াসিম খান, কর্মকর্তা তালহা ইয়াকুব, যোবায়ের আহমেদ ও ড. মির্জা আবরার বেগকে গ্রেফতার করা হয়েছে৷
জানা গেছে, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা গচ্ছিত সম্পত্তি ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বিতর্কিত প্রতিষ্ঠানকে বাংলাদেশ শাখা থেকে ঋণ অনুমোদন করেছিলেন। এই ঋণের পরিমাণ অন্তত সাড়ে ১৮ কোটি মার্কিন ডলার৷ এভাবে তারা পাকিস্তানের জাতীয় রাজস্বের ক্ষতি করেছেন বলে ন্যাবের অভিযোগ৷
তদন্তে উঠে এসেছে, পাক ব্যাংকের বাংলাদেশ শাখা থেকে ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত জামানত ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানকে এই বিপুল অর্থের ঋণ মঞ্জুর করা হয়৷ যেহেতু কোনও গচ্ছিত সম্পদ ছিল না৷ তাই প্রতিষ্ঠানগুলো ঋণ পরিশোধে ব্যর্থ হলে তাদের কোনও সম্পদ বাজেয়াপ্ত করতে পারেনি ব্যাংকটি।
শুক্রবার পাকিস্তানের সিন্ধ হাইকোর্টকে ন্যাবের কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তরা এনবিপির বাংলাদেশ শাখার মাধ্যমে পাকিস্তানের শত শত কোটি রুপি ক্ষতি করেছে।
এমটিনিউজ/এসএস