রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০২:২৯:৪৪

শিক্ষকের পা ছুঁয়ে সালাম করে নজির স্থাপন করলেন ঢাবির নতুন ভিসি

  শিক্ষকের পা ছুঁয়ে সালাম করে নজির স্থাপন করলেন ঢাবির নতুন ভিসি

নিউজ ডেস্ক: কাজী কাদের নেওয়াজ তার কবিতায় লিখেছিলেন শিক্ষা গুরুর মর্যাদা নিয়ে। যেখানে বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লীর এক শিক্ষক পড়াতেন। শিক্ষকের ওযু করার সময় রাজকুমার তার পায়ে পানি ঢেলে দিচ্ছিল। সে দৃশ্য দেখে বাদশাহ শিক্ষককে তলব করে বসলেন।

শিক্ষক তখন প্রাণ ভয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু বাদশাহ তাকে বলিলেন- ‘পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।/ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে,/ ধুয়ে দিল না'ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।’

এ গল্প সবারই জানা থাকলেও ক’জনই বা তা মানেন? বাদশাহ আলমগীরের পুত্র নয়। এবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বাদশারূপি’ উপাচার্য তার শিক্ষকের পা ছুঁয়ে সালাম করেছেন।

শনিবার, ২৩ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্যের নিজ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য আখতারুজ্জামান তার শিক্ষাগুরুর প্রতি সম্মান প্রদর্শন করে এক নজির স্থাপন করলেন।
 
সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এসে উপস্থিত হওয়ার পর তার নিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত হন। শিক্ষককে দেখেই আখতারুজ্জামান তার চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং শিক্ষক কাছে এলে তার পা ছুঁয়ে সালাম করেন। এ সময় শিক্ষক ড. ইব্রাহিম উপাচার্যের মাথায় হাত বুলিয়ে দেন।

অনুষ্ঠানে ইসলামের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র ও সমিতির সভাপতি অধ্যাপক ড. নাজমা খানের সভাপতিত্বে বিভাগের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এভাবে ভরা মজলিসে শিক্ষকের প্রতি সম্মান জানানোর ঘটনা সাধারণত বিরল। তাই উপাচার্যের এ ধরনের কাজ দেখে উপস্থিত সবাই অভিভূত হয়ে পড়েন। মন্তব্য করতে থাকেন তিনি একজন নিরঅহংকারী মনের মানুষ।
২৪ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে