আহমেদ সুমন : রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে চায় মিয়ানমার সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানিকতা শেষের দিনে মিয়ানমারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি ‘লেটার অব রিপলাই’ জাতিসংঘে জমা দেয়া হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী অক্টোবরে প্রথম সপ্তাহেই বাংলাদেশের সাথে মিয়ানমারের সরকারের একটি প্রথমিক প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গা সংকট সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
মাসুদ বিন মোমেন আরও জানিয়েছেন, খুব স্বল্প সময়ের মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ফিরেয়ে নেয়ার প্রস্তাবটি দু’দেশের সরকার পক্ষের আলোচনায় সবচেয়ে বেশি প্রধান্য পাবে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া বিষয়ে আলোচনা প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমে মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের একটি সাধারণ পর্যায়ের বৈঠক হবে। পরে সেই প্রতিবেদনটি দু’দেশের উচ্চপর্যায়ের পর্যবেক্ষণে পৌঁছলে পরবর্তীতে উভয় দেশের সরকার প্রধানরা আলোচনায় বসবেন।
মিয়ানমারের পক্ষ থেকে দেয়া চিঠিতে রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের ওপরে সহিংসতার বিষয়ে পুরো বিশ্ববাসী যা জানে সেটি অনেক আগেই শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বরের পরে আর কোন সহিংসতার ঘটনা ঘটেনি।-একাত্তর টিভি অবলম্বনে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস