মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০১:৩৭

যেভাবে হামলার মুখে পড়েন বাংলাদেশী সেনারা

যেভাবে হামলার মুখে পড়েন বাংলাদেশী সেনারা

নিউজ ডেস্ক : পশ্চিম আফ্রিকার সঙ্ঘাতময় দেশ মালি। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে মালির ইতিহাস অস্থিরতায় পরিপূর্ণ। দীর্ঘ সামরিক শাসন এবং গোষ্ঠিগত সঙ্ঘাতে বিপর্যস্ত এ দেশটিতে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ শুরু করে ২০১৪ সালের এপ্রিল মাসে।

২০১২ সাল থেকে দেশটিতে সঙ্ঘাত জোরালো হয়। স্থিতিশীলতা রক্ষার জন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি হলেও সেটি টেকসই হয়নি।

এরপর মালি সরকারের অনুরোধে ২০১২ সালের শেষের দিকে জাতিসঙ্ঘ দেশটিতে বহুজাতিক শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপরেও সঙ্ঘাত থেমে থাকেনি। বিভিন্ন সময় শান্তিরক্ষীরা আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে।

সে রকম একটি আক্রমণের ঘটনা ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশী শান্তিরক্ষীদের উপর।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর বলছে, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশী শান্তিরক্ষীদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়।

সে ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার সময় সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় শান্তিরক্ষীরা। সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণে তিনজন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হন।

মালিতে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীর সংখ্যা প্রায় ১৭০০, যার মধ্যে সেনা সদস্যের সংখ্যা প্রায় ১৩০০।

শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেয়ার পর থেকে ১৩৫ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এদের মধ্যে ২০ জন পুলিশ বাহিনীর সদস্য এবং বাকি সবাই সশস্ত্র বাহিনীর সদস্য।-বিবিসি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে