বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:১১:০৩

দেশের সংকটের মধ্যে খালেদা জিয়া বিদেশে আরাম করছেন: ওবায়দুল কাদের

দেশের সংকটের মধ্যে খালেদা জিয়া বিদেশে আরাম করছেন:  ওবায়দুল কাদের

কক্সবাজার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশের সংকটের মধ্যে খালেদা জিয়া বিদেশে আরাম করছেন।'

তিনি বলেন, 'রোহিঙ্গাদের মানবিক সংকটে সব মানুষ এগিয়ে এলেও খালেদা জিয়া আসেননি। আর যে প্রতিনিধিরা আসছেন, তা-ও অনেক পরে এবং লোক দেখানো।'

মঙ্গলবার কক্সবাজারে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতিনিধি দল রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'ভয়াবহ নির্যাতনের শিকার রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করা শুভ নয়।'

মন্ত্রী কক্সবাজার শহরের ইন্দ্রসেন দুর্গাবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে পূজার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, 'বাংলাদেশ একটি সম্প্রীতি-বন্ধনের দেশ। এখানে মানুষ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করেন, উৎসব করেন।'

এ সময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আবদুর রহমান বদি প্রমুখ উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে