বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩২:৫৭

জন্মদিনে হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা মোদির

জন্মদিনে হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা মোদির

নিউজ ডেস্ক :   প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় মোদি এই শুভেচ্ছা ও শুভকামনা জানান। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবেও তার দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৫ আগস্টের কালরাতে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান। পরে তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখান থেকে ১৯৮০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু করেন।

১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে