বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৪৩:০৭

রোহিঙ্গাদের জন্য এলো ভারত ও চীনের ৭৫৭ টন ত্রাণ

রোহিঙ্গাদের জন্য এলো ভারত ও চীনের ৭৫৭ টন ত্রাণ

নিউজ ডেস্ক: হত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভারত ও চীন আবার ত্রাণ পাঠিয়েছে। এর মধ্যে ভারতের পাঠানো ত্রাণের পরিমাণ ৭০০ টন এবং চীনের ত্রাণের পরিমাণ ৫৭ টন।

এর মধ্যে ভারত থেকে তৃতীয় চালানে ৭০০ টন ত্রাণ নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে পৌঁছায়।

আর চীন থেকে পাঠানো দ্বিতীয় চালানে সাড়ে ৫৭ টন ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ সকালে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বন্দর জেটিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন।

চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, ভারতীয় নৌবাহিনী, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন ও জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ভারত থেকে দ্বিতীয় দফায় আসা এই ত্রাণের চালানে চাল, ডাল, লবণ, চিনি, চা, গুঁড়ো দুধ, বিস্কুট, সাবান ও মশারি রয়েছে। মোট ৬২ হাজার প্যাকেটে এই ত্রাণ বিতরণের জন্য তৈরি করা হয়েছে বলে হাই কমিশনের কর্মকর্তারা জানান।

চীনের পক্ষ থেকে মোট ১৫০ টন জরুরি ত্রাণ চট্টগ্রামে পাঠানোর কথা সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছিলেন দেশটির রাষ্ট্রদূত মা মিং চিয়াং।বুধবার একটি ত্রাণবাহী বিমান পাঠিয়েছে চীন। এতে দুই হাজার ২০০ তাঁবু রয়েছে, যার মোট ওজন ৫৭.০৩ টন।

মিয়ানমারে রাখাইন রাজ্যে নতুন করে দমন-পীড়নের মুখে গত এক মাসে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মিয়ানমারের মিত্র ভারত রোহিঙ্গা বিদ্রোহীদের দমনে দেশটির সরকারকে সমর্থন দিলেও পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর অন্ন-বস্ত্র-বাসস্থানের সংস্থানে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে