বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:১৩:০৮

রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

নিউজ ডেস্ক: মিয়ানমারের ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য আরও চার কোটি ৬২ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। নতুন এ সহায়তার পর যুক্তরাজ্য সরকার মোট ৩০ মিলিয়ন পাউন্ড (৪ কোটি ২ লাখ ৭৬ হাজার ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা মিয়ানমার ও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হবে।

এছাড়া যুক্তরাষ্ট্র ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে দেবে আরও ৬০ লাখ ডলার, যা জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডাব্লিউএফপি) মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তায় ব্যয় হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এবং আন্তর্জাতিক সহায়তা বিভাগের প্রতিমন্ত্রী অ্যালিস্টার ব্রুটের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ত্রাণ সচিব শাহ কামালের সঙ্গে বৈঠক করে অর্থ সহায়তার বিষয়টি জানান।

মন্ত্রী মায়া পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য এর আগে ৫ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছিল। তারা আরও ৩০ মিলিয়ন পাউন্ড দেবে এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে।
 “তাদের (যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী) বলেছি, সমস্যাটা মিয়ানমারের, তাদেরই এই সমস্যার সমাধান করতে হবে। সম্মানের সঙ্গে তাদের নাগরিকত্ব দিয়ে দেশে ফিরিয়ে নিতে হবে। তারা বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। ”
এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গত ২০ সেপ্টেম্বর সচিবালয়ে ত্রাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের জন্য দুই কোটি ৮০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএসএআইডির মাধ্যমে আরও ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র এ নিয়ে চলতি বছর রোহিঙ্গাদের জন্য প্রায় দশ কোটি দশ লাখ ডলারের সহায়তার ঘোষণা দিল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাড় করা অর্থ ইউএসএআইডি বিভিন্ন কর্মসূচির  মাধ্যমে কক্সবাজারে ব্যয় করা হচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে