বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫৫:১৭

নাইটক্লাবের সেই ঘটনায় এবার অ্যাশেজ সিরিজে অনিশ্চয়তায় স্টোকস!

নাইটক্লাবের সেই ঘটনায় এবার অ্যাশেজ সিরিজে অনিশ্চয়তায় স্টোকস!

বিনোদন ডেস্ক: বড় ধরনের বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েছিলেন বেন স্টোকস।  যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন তিনি।  কিন্তু তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজে জায়গা করে নেন এই ইংলিশ অলরাউন্ডার।   

তবে নাইটক্লাবে এক ব্যক্তিকে কিল-ঘুষি মারার ভিডিও প্রকাশ হওয়ায় এবার নিজের অপরাধের মাত্রা উপলব্ধি হয়।  আর তাই এ জন্য সঙ্গে সঙ্গেই ক্ষমা চান তিনি।  কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি তার।  বরং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্টোকস এবং হেলসকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

যার ফলে অ্যাশেজ সিরিজে স্টোকসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  সোমবার ভোরে ব্রিস্টলে নাইটক্লাবে এই বিতর্কিত কাণ্ডে স্টোকসের সঙ্গে ছিলেন হেলসও।  তবে হেলসের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও মঙ্গলবার সেই ঘটনায় পুলিশকে সহযোগিতা করতে লন্ডন ছাড়েন তিনি।  কিন্তু শেষ পর্যন্ত স্টোকসের সঙ্গে হেলসও নিষিদ্ধ হলেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে