শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫৩:৫৬

বিয়ের দাবিতে জয়পুরহাটে প্রেমিকের বাসায় প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে জয়পুরহাটে প্রেমিকের বাসায় প্রেমিকার অনশন

জয়পুরহাট প্রতিনিধি: বিয়ের দাবিতে জয়পুরহাটের সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ার বাদেশ আলীর ছেলে বিজিবি সদস্য রুহুল আমিনের বাসায় অনশন শুরু করেছেন রাবেয়া খাতুন (২২) নামে এক সেবিকা (স্টাফ নার্স)। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ অনশন শুরু হয়েছে।
অনশনকারী রাবেয়া খাতুন হিচমী পরিষদ পাড়ারই মোজাফ্‌ফর আলীর মেয়ে ও ঢাকার ল্যাবএইড হাসপাতালের একজন স্টাফ নার্স। তার প্রেমিক রুহুল আমিন বর্তমানে যশোর বেনাপোল বিজিবি ক্যাম্পে সিপাহী (জওয়ান) পদে কর্মরত আছেন।

অনশনরত প্রেমিকা রাবেয়া খাতুন জানান, একই পাড়ার বসবাস করার সুবাদে গত প্রায় ৭ বছর যাবৎ রুহুল আমীনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে রুহুল আমিন বিজিবিতে এবং আমি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চাকরিতে যোগদান করি। দুজন দুই স্থানে থাকলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল। ভালোই যাচ্ছিল তাদের দিনকাল। কিন্তু হঠাৎ করেই রুহুল আমিন অন্যত্র বিয়ের জন্য পাত্রী দেখতে যাবার খবর পেয়েই বিয়ের দাবিতে সকাল থেকে তার বাসায় অনশন শুরু করেন রাবেয়া খাতুন।

তাদের দীর্ঘ দিনের সম্পর্ক ও বিয়ের দাবির কথা শুনে প্রেমিক রুহুল আমিনের উপস্থিতিতেই তার অভিভাবকরা তাকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়ার চেষ্টা চালায়। যদি রুহুল আমিন তাকে বিয়ে না করেন, তাহলে আত্মহত্যা করা  ছাড়া আর কোনো পথ নেই-দাবি রাবেয়া খাতুনের।

এ বিষয়ে অভিযুক্ত বিজিবি সদস্য রুহুল আমিন মোবাইল ফোনে জানান, ‌'এটি একটি পারিবারিক সমস্যা। দু'পক্ষ বসে সমঝোতা করা হবে। '

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ায় বিয়ের দাবিতে এক নারীর অনশনের বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে