শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ১০:৪১:৫১

বিএনপির সঙ্গে সংলাপের প্রস্তাবকে 'রাবিশ' বললেন অর্থমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপের প্রস্তাবকে 'রাবিশ' বললেন অর্থমন্ত্রী

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া সংলাপের প্রস্তাবকে ‘রাবিশ’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি শুক্রবার সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘স্কাই মিনি ম্যারাথন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন। সাংবাদিকরা খালেদা জিয়ার সংলাপ প্রস্তাব সম্পর্কে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী ‘রাবিশ, রাবিশ’ বলে উঠেন। তিনি বলেন, দেশ যদি মহাজটিলতার মধ্যে থাকে। সমাধানের কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হলে জাতীয় সংলাপ হয়। কিন্তু দেশে তো এখন এমন কোনো সমস্যা নেই। তাই সংলাপ হওয়ার কোনো প্রয়োজন দেখছি না। এরআগে খালেদা জিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সংলাপের আহ্বান জানান। বিবৃতিতে বর্তমানে ক্রান্তিকাল চলছে দাবি করে তিনি দেশ ও জাতির স্বার্থে সংকট উত্তরণে ‘কর্তৃত্ববাদী মনোভাব’ থেকে সরে এসে সরকার একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে বলে আশা প্রকাশ করেন। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে