নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার দুপুর পৌনে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমান আব্দুল হামিদের সঙ্গে সুরেন্দ্র কুমার সিনহার এ সাক্ষাতের কথা জানান।
প্রতিবছরই রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজন করেন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস