বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৩:১৬

দেশের বাইরে খালেদা, ‘যুব মহিলা দলের’ আত্মপ্রকাশ

দেশের বাইরে খালেদা, ‘যুব মহিলা দলের’ আত্মপ্রকাশ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছতে না পৌঁছতেই আত্মপ্রকাশ ঘটলো ‘জাতীয়তাবাদী যুব মহিলা দল’ নামে একটি সংগঠনের।  বুধবার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে সংগঠনটির ঘোষণা দেয়া হয়।  কিন্তু খালেদা জিয়া দেশে থাকাকালীন সংগঠনটির কেন আত্মপ্রকাশ ঘটলো না- এ নিয়ে নানা প্রশ্ন বিভিন্ন মহলে।
 
সংগঠনটির সভাপতি করা হয়েছে সানজানা চৈতিকে।  হাসিনা মোর্শেদ কাকলীকে করা হয়েছে সাধারণ সম্পাদক।  সংবাদ সম্মেলনে ১৫১ সদস্যের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়।
 
হাসিনা মোর্শেদ কাকলী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মহিলা দল গঠন করলেও কালের পরিক্রমায় তা হারিয়ে যায়।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আফরোজা আক্তারা বেবী, ফৌজিয়া সোহেলী, নাজমা আক্তার, পাপিয়া জাহিদ, সোহেলী সুলতানা প্রমুখ।
 
এদিকে ‘যুব মহিলা দল’ যে আত্মপ্রকাশ করেছে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বিএনপির সহ-মহিলাবিষয়ক সম্পাদক ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।  

তিনি বলেন, যুব মহিলা দল গঠনের কোনো উদ্যোগ এ মুহূর্তে নেই।
 
বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন বলেন, দলের গঠনতন্ত্রে যুব মহিলা দল বলতে অস্তিত্ব নেই।  এ ধরনের সংগঠনের সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে দল বহিষ্কার করা হতে পারে।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে