শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১১:৪০:৪৫

জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

ঢাকা : ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকালে সংসদ ভবন সংলগ্ন মাজারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপি ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের শরিক জাসদ দিনটিকে ‘মুক্তিযোদ্ধা’ ও ‘কর্নেল তাহের’ হত্যা দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে সকাল থেকে জিয়ার মাজারে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় জমান। বেলা সাড়ে ১০টার দিকে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ। বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শ্রদ্ধা জানান। এরপর একে একে জাতীয়তাবাদী পেশাজীবী দল, ছাত্রদল, তাঁতি দল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে