বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪২:১২

পুলিশের টার্গেটে দুই শতাধিক সন্ত্রাসী

পুলিশের টার্গেটে দুই শতাধিক সন্ত্রাসী

সাখাওয়াত কাওসার : রাজধানীবাসীর ঈদকেন্দ্রিক নিরাপত্তার অংশ হিসেবে দুই শতাধিক সন্ত্রাসীর তালিকা হাতে নিয়ে মাঠে নেমেছে পুলিশ। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ছাড়াও তালিকায় রয়েছে ঝুট ব্যবসায়ী এবং তালিকাভুক্ত সন্ত্রাসীরাও। শিগগিরই শুরু হচ্ছে তালিকা ধরে অভিযান। অভিযানে যে কোনো ধরনের তদবির উপেক্ষা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটটি ক্রাইম ডিভিশনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। এর বাইরে দ্রুততম সময়ের মধ্যে ক্রিমিনাল ডাটাবেজ তৈরির কাজ শেষ করার জন্য গুরুত্বারোপ করা হয়েছে মঙ্গলবার ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভায়।

সংশ্লিষ্টরা জানান, চাঁদাবাজির ঘটনাকে প্রাধান্য দিয়ে আরও কয়েকটি বিষয়ে ত্বরিত সেবা দিতে ডিএমপি সদর দফতরে চালু করা হয়েছে বিশেষ হেল্পডেস্ক।

মোবাইল ফোনে চাঁদা চাইলে যে কেউ এ ডেস্কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ডেস্কের দায়িত্বরত কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। সভা শেষে ডিএমপির ক্রাইম জোনের আট উপকমিশনারকে চাঁদাবাজদের এ তালিকা দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপির কমিশনারের সভাপতিত্বে এ সভায় পুলিশের ৪৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক সূত্রে জানা গেছে, কোরবানির ঈদে আইনশৃঙ্খলাব্যবস্থা শান্তিপূর্ণ রাখার বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ঈদকে কেন্দ্র করে সাধারণত সবচেয়ে বেশি চাঁদাবাজির ঘটনা ঘটে থাকে।

শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা এ চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকেন। এ কারণে ঈদের আগে চাঁদাবাজদের তালিকা করা হয়েছে। তালিকার বিষয়টিতে কঠোর গোপনীয়তা পালন করছেন পুলিশ কর্মকর্তারা। যাতে কোনো চাঁদাবাজই তার নাম তালিকায় রয়েছে কি না তা আগে থেকে জানতে না পারেন এ কারণে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। ডিএমপির ঊধর্বতন একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই শতাধিক চাঁদাবাজের নাম তালিকায় রয়েছে। প্রতিটি ক্রাইম ডিভিশনে ২০ থেকে ৩০ জনের নাম রয়েছে, যারা ঝুট ব্যবসাসহ অন্যান্য অপরাধ কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তারা কে কার প্রশ্রয়ে অপরাধ করছেন তারও বিস্তারিত তথ্য রয়েছে ওই তালিকায়। পুলিশ সে তালিকা ধরেই আইনগত ব্যবস্থা নেবে।

ডিএমপি সূত্র জানায়, চাঁদাবাজি বন্ধ করতে আজ বৃহস্পতিবার থেকেই ডিএমপি সদর দফতরে স্থাপিত হেল্পডেস্ক কাজ শুরু করছে। টেলিফোনে হুমকি, চাঁদা দাবি, হয়রানি বা প্রতারণা, অপহরণ ও মুক্তিপণ দাবি, ইন্টারনেটে হয়রানি ও প্রতারণা, নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান এবং প্রবাসীকল্যাণ (যদি কোনো প্রবাসী বিদেশ থেকে আইনগত সহায়তা চান) সম্পর্কিত বিষয়গুলোয় এ ডেস্ক থেকে আইনগত সহায়তা দেওয়া হবে। ডিএমপির দুই যুগ্ম কমিশনার (ক্রাইম) ও (ডিবি) সমন্বয় করে এ ডেস্ক পরিচালনা করবেন।

ডিএমপির একজন ঊধর্বতন কর্মকর্তা জানান, অনেক সময় চাঁদাবাজি বা অপহরণের ঘটনায় থানা পুলিশ মামলা বা অন্যান্য আইনি প্রক্রিয়ার কারণে অ্যাকশনে যেতে সময় নেয়। এখানে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। হেল্পডেস্ক প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়াসহ থানায় প্রেরণ এবং সংশ্লিষ্ট বিভাগে অবহিতের মাধ্যমে সাহায্য প্রদান করবে।

সূত্র জানায়, ঈদের সময় অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা বাড়ে, এ কারণে অনেকের টাকা খোয়া যায়। এমনকি মৃত্যুও ঘটে। তাই ঈদুল আজহা সামনে রেখে অজ্ঞান ও মলম পার্টি নিয়ন্ত্রণে ডিএমপির কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা ও রহস্য উদ্ঘাটনের তাগিদও দেন ডিএমপি কমিশনার।

সূত্র জানায়, ডিএমপিসহ সারা দেশে অপরাধী শনাক্তকরণে ক্রিমিনাল ডাটাবেজ (সিডিএমএস) তৈরির কার্যক্রম চলছে। তবে এবার ডিএমপির প্রতিটি ক্রাইম জোন থেকে একটি করে থানা নির্বাচন করে কার্যক্রম ত্বরান্বিত করার কথা বলেন কমিশনার। থানায় অপরাধীর সার্বিক চিত্র উল্লেখ করে কম্পিউটারে ডাটাবেজে রাখা হয়। এ ডাটাবেজে কোনো আসামির নাম-পরিচয় দিয়ে সার্চ দিলে তার আগের অপরাধ কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যায়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, অপরাধ ও আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন কমিশনার। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার কারণে পুলিশ সদস্যদের ধন্যবাদ দেন কমিশনার। দু-একটি ঘটনা যে ঘটেছে তা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন বিভাগ, বিভিন্ন পদে কয়েকজন সদস্যকে পুরস্কার দেওয়া হয়। এতে কাজে উৎসাহ বাড়বে বলে মনে করেন কমিশনার।-বিডিপ্রতিদিন
১৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে