শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৭:০৭:২১

‘বাংলাদেশে বিদেশিরা এখন নিরাপদ’

‘বাংলাদেশে বিদেশিরা এখন নিরাপদ’

ঢাকা ডেস্ক : প্রধাণমন্ত্রী যখন দেশের জন্য অহংকার ও গর্ব অর্জন করে দেশে আসছে তখন জাতীয় এবং আর্ন্তজাতিক চক্রান্ত এ অহংকারকে ভেঙ্গে চুরমার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। একজন ইতালীয় ও একজন জাপানি নাগরিক খুন হওয়ায় বাংলাদেশ এখন বিদেশিদের জন্য নিরাপদ নয়। এ ধরনের চিন্তা করা মোটেই উচিত নয় বলে মন্তব্য করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার-ফজলে রাব্বি মিয়া। শনিবার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে ইউএনএইডসের কান্ট্রি ডিরেক্টর লিও কেনি সাক্ষাৎ করতে এলে তখন এমন্তব্য করেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এসময় ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন হান্টার, ন্যাশনাল অফিসার এস.এম নাহিয়ান উপস্থিত ছিলেন। এ মাসের ২০-২৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এইডস সংক্রান্ত আন্তর্জাতিক কংগ্রেস সম্পর্কে আলোচনা করেন। চার দিনব্যাপী এ সম্মেলনে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৯টি দেশের পার্লামেন্টারিয়ানরা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন কর্মকাণ্ডে এমন হাজার হাজার বিদেশি নাগরিক জড়িত রয়েছেন। তারা তো নিরাপদেই কর্মস্থলে রয়েছেন। বিদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট করতে চাওয়াকে দেশবিরোধী চক্রান্ত বলে মনে করি। বিদেশিদের হত্যার সঙ্গে জঙ্গিবাদকে টেনে আনা হলে দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে এর সঙ্গে কোনো কোনো মহলের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশে যে জঙ্গিদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে নেংটি জঙ্গি ইঁদুর। এটাও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যে অনেকে ঈর্ষান্বিত। বিদেশে বসে অনেকে বাংলাদেশবিরোধী প্রচারে লিপ্ত রয়েছে। সরকারের উচিত এসব বিদেশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করা। তদন্ত না করে কারো ওপর দোষ চাপানো হিতে বিপরীতে হতে পারে। একমাত্র সরকারের দৃঢ় মনোবলই পারে সব অপকর্ম থেকে দেশকে রক্ষা করতে। তিনি বলেন, দেশে প্রাথমিক শিক্ষকদের ৬০ শতাংশ নারী এবং উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে এই প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রতিনিধির পদ রাখা হয়েছে। তিনি রাজনীতি, প্রশাসন, প্রতিরক্ষা, পুলিশ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অনন্য প্রতিনিধিত্বের বিষয় তুলে ধরেন। ডেপুটি স্পিকার উন্নয়ন সহযোগী হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি সংগঠন ও সিভিল সোসাইটির সহযোগিতার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে