রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০১:৪১:৩২

২০১৯ শেষ যানজট মুক্ত দেশ : মন্ত্রী

২০১৯ শেষ যানজট মুক্ত দেশ : মন্ত্রী

নিউজ ডেস্ক:২০১৯ কে সামনে রেখে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘২০১৯ শেষ যানজট মুক্ত দেশ’।ঢাকায় মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে নগরবাসী যানজট থেকে মুক্তি পাবে বলে আশা করছেন মন্ত্রী। প্রকল্প দুটির নির্মাণ কাজ শেষ হতে আরও কয়েক বছর লাগবে জানিয়ে তিনি বলেন, “আগামী ২০১৯ সালের শেষ নাগাদ ঢাকাবাসী স্বস্তি পাবে। তখন রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে।” সে পর্যন্ত কষ্ট মেনে নিয়ে সরকারকে সহযোগিতা করতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। শনিবার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রাজধানীতে দুটি মেগা প্রকল্প মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়ে গেছে। “যাত্রাবাড়ী-গুলিস্তান এবং মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওই দুই প্রকল্পের কাজ চলার সময় জনগণের কষ্ট সহনীয় পর্যায়ে আনতে সরকার কাজ করছে।” আগামী ২০১৮ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ০৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে