রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০২:২১:৫১

সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে হবে: জামায়াত

সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে হবে: জামায়াত

নিউজ ডেস্ক: সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন জামায়াত নেতারা । ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করে সরকারকে নতুন নির্বাচনে আসতে হবে । গতকাল শনিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আবদুল হালিম এ কথা বলেন। আবদুল হালিম বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্যের পরিবর্তে বাকশাল কায়েমের প্রেক্ষাপটে জনগণ জেগে উঠেছিল। বর্তমানে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। সরকার জামায়াত-শিবিরসহ বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায়। তাই সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন, জামায়াত নেতা কুতুব উদ্দীন প্রমুখ। ০৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে