রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:৪৪:০৭

আইসিসিকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আইসিসিকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জানুয়ারি মাসে আইসিসি আন্ডার নাইনটিন (ইউ-১৯) বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সকল অংশগ্রহণকারী, আম্পায়ার, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সফররত আইসিসি নিরাপত্তা পর্যালোচনা টিমকে আশ্বাস দিয়েছেন। আইসিসি নিরাপত্তা পর্যালোচনা টিম গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। অনেক আন্তর্জাতিক ইভেন্ট, বিশেষ করে ক্রিকেট আয়োজনে বাংলাদেশের ভাল রেকর্ড রয়েছে। প্রধানমন্ত্রী আইসিসি টিমকে অবহিত করেছেন যে, যেহেতু নিরাপত্তা একটি উদ্বেগের বিষয়, তাই বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক মান বজায় রাখে। শেখ হাসিনা বলেন, আন্ডার নাইনটিন বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ কেননা তারাই ভবিষ্যত্ খেলোয়াড়। তাই, বাংলাদেশ এই ইভেন্ট সফল করার জন্য সর্বোত্তম ব্যবস্থা নিতে প্রস্তুত। আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন প্রতিনিধিদলে নেতৃত্ব দেন। টিমের অন্য সদস্যরা হচ্ছেন আইসিসি নিরাপত্তা পরামর্শক সিয়ান নোরিস ও রেগ ডিকসন এবং ইভেন্ট প্রধান ক্রিস টেটলি। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেভিড রিচার্ডসন বলেন, আইসিসি নিরাপত্তা পরিস্থিতি দেখার জন্য যে কোন ইভেন্টের আগে আয়োজক দেশ সফর করে। আইসিসি নিশ্চিত করতে চায় যে, অংশগ্রহণকারী, আম্পায়ার, রেফারি, কর্মকর্তা, দর্শক, তাদের বন্ধু ও পরিবারের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যে কোন হুমকি বা ঝুঁকি মোকাবেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সফর বাতিলের উল্লেখ করে তিনি বলেন, বিশেষ এই কারণেই এ টিম বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে বাংলাদেশে এসেছে। রিচার্ডসন বলেন, তার টিম টুর্নামেন্ট চলাকালে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বশীল সকল নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা সংস্থা, পুলিশ, সামরিক ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সাক্ষাত্ করেছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা অধিকতর চ্যালেঞ্জিং হয়ে ওঠেছে। তবে, এর অর্থ এই নয় যে, আমরা বিশেষ কোন স্থানে ইভেন্ট করতে পারবো না। বরং এর অর্থ হচ্ছে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে যাতে ঝুঁকি ও হুমকি মোকাবেলা করা যায়। এ টিম আইসিসি বোর্ডের কাছে এসব তথ্য জানাতে একটি গোপনীয় রিপোর্ট দিবে এবং আশা করা হচ্ছে যে বোর্ড প্রত্যেকের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে তা চূড়ান্ত করবে। প্রসঙ্গত, আইসিসি আন্ডার নাইনটিন বিশ্বকাপ ২৭ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে। এই ইভেন্টে ১৬টি দেশ মোট ৪৮টি ম্যাচ খেলবে।-ইত্তেফাক ০৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে