রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৬:৪৩:১৪

বাংলাদেশে দুর্নীতি বেড়েছে : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

বাংলাদেশে দুর্নীতি বেড়েছে : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

নিউজ ডেস্ক: আগের দুই বছরের তুলনায় ২০১৪ সালে বাংলাদেশে দুর্নীতির পরিমাণ বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত ২০১৪ সালের দুর্নীতির ধারণা সূচকে এমন তথ্যই উঠে এসেছে। টিআইর তথ্য অনুযায়ী, বাংলাদেশের র‍্যাংক বা অবস্থান ১৪৫। আর দুর্নীতির সূচকে বাংলাদেশের স্কোর ২৫। এর আগে ২০১৩ সালে র‍্যাংক ছিল ১৩৬ এবং স্কোর ছিল ২৭। এর আগে ২০১২ সালে বাংলাদেশের র‍্যাংক ছিল ১৪৪, স্কোর ছিল ২৬। টিআইর এ সূচকে বাংলাদেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটানের চেয়েও পিছিয়ে। ভুটানের স্কোর ৬৫, তাদের র‍্যাংক ৩০। ভারতের র‍্যাংক ৮৫, আর স্কোর ৩৮। একই অবস্থানে আছে শ্রীলঙ্কা। ২৯ স্কোর নিয়ে পাকিস্তানের র‍্যাংক ১২৬। একটি দেশের সরকারি খাত কতটুকু দুর্নীতিগ্রস্ত তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। একটি দেশ বা অঞ্চলের সরকারি খাতের দুর্নীতির মাত্রা ধরা হয়েছে শূন্য (ভীষণ দুর্নীতিগ্রস্ত) থেকে ১০০ (স্বচ্ছ সরকারি খাত) এই নির্ণায়কের মধ্যে। এই বছর মোট ১৭৫টি দেশকে এই সূচকের আওতায় আনা হয়েছে। টিআইর ওয়েরবসাইটে বিশ্বের দেশগুলোর দুর্নীতির ওপর ভিত্তি করে বিশ্বের মানচিত্রে দেশগুলোকে নানা রঙে রাঙিয়ে দুর্নীতির মাত্রা বোঝানো হয়েছে। এ ছাড়া একটি ইন্টারেক্টিভ গ্রাফিকের মাধ্যমেও দেশগুলোর দুর্নীতির মাত্রা দেখানো হয়েছে। সেখানে গাঢ় লাল রঙের বড় বৃত্ত থেকে শুরু হয়ে টকটকে লাল, লালচে কমলা, গাঢ় হলুদ থেকে হালকা হলুদে গিয়ে বৃত্ত শেষ হয়েছে। গাড় লাল অংশে রয়েছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলো আর তা ক্রমান্বয়ে হালকা হয়ে হলুদে মিশে সবচেয়ে কম দুর্নীতির দেশটি রয়েছে হালকা হলুদ চিহ্ণিত বৃত্তে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই সূচকে দেখা যায়, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া। সূচকে তারা অর্জন করেছে মাত্র ৮ পয়েন্ট। এর পরেই আছে সুদান, আফগানিস্তান, সাউথ সুদান, ইরাকের মতো দেশ। আর টিআইর জরিপে সবচেয়ে স্বচ্ছ বা সরকারি খাত ভালো অবস্থায় আছে ডেনমার্কে। সূচকে তাদের স্কোর ৯২। এরপরেই আছে যথাক্রমে নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ডের মতো দেশগুলো। ০৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে