রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ১২:৪৮:৩৪

আইএস হিসেবে স্বীকৃতি আদায় করলে দেশ সিরিয়া-আফগানিস্তানের মতো হবে: প্রধানমন্ত্রী

আইএস হিসেবে স্বীকৃতি আদায় করলে দেশ সিরিয়া-আফগানিস্তানের মতো হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: আইএস হিসেবে স্বীকৃতি আদায় করলে দেশের কি অবস্থা হবে একবার ভাবুন। সিরিয়ায়, লিবিয়া ও আফগানের যা হয়েছে তাই হবে। অত্যন্ত দুঃখজনক ব্যপার হচ্ছে এ ষড়যন্ত্র আন্তর্জাতিক ভাবেও আছে এবং বাংলাদেশের কিছু মানুষেরও আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১১টা গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেল্টা ফান্ড গঠন করা হবে বলে আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, নেদারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদের ১৬ কোটি মানুষের কৃষিখাতে ব্যপক উন্নতি সাধন করা হবে। আমাদের আশা অনেক বড়। আমরা নদী গবেষণা কেন্দ্র আছে। নদী নিয়ে যত প্রকার গবেষণা প্রয়োজন আমরা করবো। এছাড়া বর্তমানে আমাদের ডেল্টা প্লান নিয়েও কাজ চলছে। ব্লগার হত্যা মামলার ব্যপারে প্রধানমন্ত্রী বলেন, বিচার করবেন আল্লাহ-রাব্বুল আ’লামিন। অন্যকারো বিচার করার ক্ষমতা নেই। আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, অন্য ধর্মকে সম্মান করি। এ সংবাদসম্মেলনে প্রধানমন্ত্রী মূলত তিনদিনের নেদারল্যান্ডস সফর নিয়ে আলচনা হয়। এর আগে তিনদিনের নেদারল্যান্ডস সফর শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন প্রধানমন্ত্রী। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে