রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০১:০২:১২

রাজন হত্যায় ৪ জন ও রাকিব হত্যায় ২ জনের ফাঁসির আদেশ

রাজন হত্যায় ৪ জন ও রাকিব হত্যায় ২ জনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক: বহুল আলোচিত সিলেটের শিশু রাজন হত্যা মামলায় অভিযুক্ত কামরুলসহ চারজনকে ফাঁসির আদেশ ও তিন জনকে খালাস দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের ৪ মাসের মাথায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এই মামলায় বিচারক এ রায় প্রদান করেন। এছাড়া খুলনার শিশু রাকিব হত্যা মামালায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার সকাল ১১টা ২৯ মিনিটে তাদের রায় পড়া শুরু হয়। এর আগে ১১টা ১৮ মিনিটে আদালতে হাজির করা হয় মামলার আসামি কামরুল সহ অন্যান্যদের। সকাল ৯টা থেকেই আদালত প্রাঙ্গণে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় করতে দেখা গেছে। মানুষের চাপ সামলাতে জজকোর্টের মূলফটক বাদে সব গেট বন্ধ করে দেয়া হয়েছে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। অন্যদিকে খুলনায় রাকিব হত্যা মামলার আদালত দুই জনকে ফাসির আদেশ ও একজনকে খালাস দিয়েছে। হত্যাকণ্ডের তিন মাস পাঁচ দিনের মাথায় প্রত্যাশিত রায় পাওয়ায় পুরো খুলনাবাসী আনন্দ উল্লাস করছে। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে