রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০১:৪৭:০১

বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলার অভিযোগে দায়েরকৃত মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলার অভিযোগে দায়েরকৃত মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা: বঙ্গবন্ধুকে রাজাকার, খুনি এবং পাকবন্ধু বলার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই পরোয়ানা জারি করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা বাংলাদেশ দন্ডবিধির ১২৩ (ক) ধারায় ঢাকা সিএমএম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সরকারের অনুমতি নিয়ে প্রতিবেদন দাখিল করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক মামলাটি দায়ের করেন। মামলায় তারেক রহমানের রাষ্ট্রদ্রোহের অপরাধ সম্পর্কে বলা হয়, “সম্প্রতি তারেক রহমান কর্তৃক লিখিত একটি বই এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি হিসেবে উল্লেখ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” এছাড়া তিনি গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলে একটি অনুষ্ঠানে বলেছেন, “শেখ মুজিব বঙ্গবন্ধু নয়, তিনি ছিলেন পাক বন্ধু। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক। এছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না বরং তিনি ছিলেন হত্যাকারী।” ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আরএম/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে