বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ০৩:৫৪:৪৮

অভিনব উপায়ে পরিচ্ছন্ন রাখা হচ্ছে শাহজালাল বিমানবন্দর

অভিনব উপায়ে পরিচ্ছন্ন রাখা হচ্ছে শাহজালাল বিমানবন্দর

নিউজ ডেস্ক :  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় যাত্রীরা বিভিন্ন কফিশপে কফি খেয়ে ছুঁড়ে ফেলতো মেঝেতে। দিনশেষে বিমানবন্দর এলাকার অবস্থা শোচনীয় হয়ে যেত।

এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী? এর জন্য অভিনব উপায়ে পরিচ্ছন্ন রাখা হচ্ছে শাহজালাল বিমানবন্দর।
উপায় জানালেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ। নিজের ফেসবুক টাইমলাইনে অভিনব উপায়ে ময়লা করা ঠেকানোর উদ্যোগের কথা জানালেন। ফেসবুকে ইউসুফের বর্ণনা মতে-
► পূর্বে...
- কফির দাম কত?
- তিরিশ টাকা
- নিন তিরিশ, এক কাপ দিন
ফলাফলঃ প্রথম ছবি

► বর্তমানে...
- কফির দাম কত?
- পঁয়ত্রিশ টাকা। তবে কফি খেয়ে কাপ ফেরত দিলে পাঁচ টাকা ফেরত পাবেন। অথবা কফি খাওয়ার পর কাপসহ তিরিশ টাকা দিলে হবে।
- দিন এক কাপ
খাওয়া শেষ করে,
- এই নেন কাপ, এই নেন তিরিশ
ফলাফলঃ দ্বিতীয় ছবি

ম্যাজিস্ট্রেট ইউসুফ  আরো লিখেছেন, কফি দিয়ে উদাহরণ দিলাম মাত্র। সব পানীয় এবং খাবার আইটেমের জন্য নিয়ম একই। কেউ পাঁচ টাকা বেশি দিয়ে কিনে নিয়ে আবর্জনা যত্রতত্র ফেলে রেখে চলে গেলে অন্য কেউ কিংবা পরিচ্ছন্ন কর্মীরা তা সংশ্লিষ্ট দোকানে জমা দিয়ে পিস হিসেবে টাকা নিয়ে নেবে।

এই হলো বিমানবন্দরে "ময়লা দিন টাকা নিন" প্রজেক্টের ট্রিক্স। আসলে শ্লোগানটি হতো, ময়লা জমা দিন, আপনার টাকা ফেরত নিন। কিন্তু এই কইলে মাইর খাইয়া প্রজেক্ট রাইখা আমারে ভাগতে হইতো।
ইউসুফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিমানবন্দরের কর্মীরা। সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন ফেলেছে "ময়লা দিন টাকা নিন' উদ্যোগ।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে