বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ০৭:১৫:০৩

ঢাকা ফিরেই যানজটে আটকা পড়েছেন খালেদা জিয়া

ঢাকা ফিরেই যানজটে আটকা পড়েছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : ঢাকা ফিরেই যানজটে আটকা পড়লেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে তিন মাসের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটানো শেষে বুধবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি।

এরপর বিমানবন্দর থেকে বের হয়ে প্রধান সড়কে এসেই তার গাড়ি যানজটে আটকা পড়ে। এদিন খালেদা জিয়ার আগমনকে ঘিরে দুপুর থেকেই বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের সংকট ছিল।

এছাড়াও বিএনপির নেতা-কর্মীদের বিমানবন্দর এলাকায় অভ্যর্থনা জানাতে আসার কারণে দুপুর থেকেই উত্তরার ৩ নম্বর সেক্টরের জসিম উদ্দীন সড়কের ট্রাফিক সিগন্যালে যানবাহন নিয়ন্ত্রণ শুরু করে ট্রাফিক পুলিশ। ফলে উত্তরা থেকে টঙ্গী-আশুলিয়া সড়কে ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়ক ছিল প্রায়ই খালি। তবে বিকালের দিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপির নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে গুলশানের রাস্তার উভয় পাশে দাঁড়ানোয় এবং পরে এসব সিগন্যাল ছেড়ে দেওয়ায় রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খালেদা জিয়ার গাড়ি বহর  এর মধ্যেই ঢুকে পড়ায় তিনিও যানজটে আটকা পড়েন।

অনেকেই দলীয় নেত্রীকে অভ্যর্থনা দেওয়ার নামে সড়কের মাঝামাঝি পর্যন্ত দাঁড়িয়ে আছেন। পুলিশের পক্ষ থেকে তাদের ফুটপাতের ওপরে ওঠার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা এতে কান দিচ্ছেন না। এর ফলে খালেদা জিয়ার গাড়িবহরও সামনে এগুতে পারছে না।

এর আগে বিকাল ৫টা ৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে