সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৪:২৮:৫৯

আনিসুলের আল্টিমেটাম, ট্রাক মালিকদের

আনিসুলের আল্টিমেটাম, ট্রাক মালিকদের

নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন সরকের পাশে অবৈধ্য ভাবে গড়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড । তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে ট্রাক না সরালে আগামী ২৮ নভেম্বর থেকে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল রবিবার সেখানকার কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আগে মেয়র আনিসুল হক ট্রাক মালিক সমিতিকে এই সময়সীমা বেঁধে দেন। সাংবাদিকদের তিনি বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে যাতে কোনো ধরনের যানবাহন না থাকে সেজন্য এখানকার ট্রাক মালিক সমিতির সঙ্গে আলোচনা করেছি। তাদেরকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে রাস্তার পাশের সব ধরনের যানবাহন সরানোর অনুরোধ করেছি। তারা ব্যবস্থা না নিলে নির্ধারিত সময়ের পর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাবে। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ওই এলাকায় অভিযান চালানোর আগে মেয়র আনিসুল হক মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর অভিযান চালিয়ে কয়েকটি টিনশেড দোকান ভাঙা হয়। বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, গত রমজানের আগের রমজানে স্থানীয় এমপি আসাদুজ্জামান খাঁন কামালকে নিয়ে রাস্তা থেকে ট্রাক সরিয়ে নিয়েছিলাম। সেবার রাস্তা ফাঁকা ছিল। এবারও আমরা রাস্তা থেকে ট্রাক সরিয়ে ফেলতে সাধ্যমতো চেষ্টা করব। তেজগাঁও এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনে এসব ট্রাক ব্যবহার হয় জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের ট্রাক রাখার জন্য টার্মিনাল করে দেয়া হবে। সরকার ও আমরা দুই পক্ষই টার্মিনালের জন্য জায়গা খুঁজছি। ০৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে