সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৫:২৭:৩০

মাতৃভাষা ইনস্টিটিউট স্বীকৃতি পেল ইউনেস্কোর

মাতৃভাষা ইনস্টিটিউট স্বীকৃতি পেল ইউনেস্কোর

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর ক্যাটাগরি-২ ইনস্টিটিউটের স্বীকৃতি লাভ করেছে। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে জাতিসংঘ সংস্থাটির সাধারণ সম্মেলনের চলমান ৩৮তম অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ অধিবেশনে বক্তৃতায় ইউনেস্কো সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সহ-সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের শ্রদ্ধার নিদর্শন হিসেবে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২-তে উন্নীত করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর সব সদস্যদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘ইউনেস্কোর সহযোগিতায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাগ্রহণের গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষা ব্যবস্থার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার প্রকাশ পেয়েছে’ বলে জানান নাহিদ। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো বাংলাদেশের ভাষা শহীদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ০৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে