সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৭:৩৫:১৯

ইন্টারনেটে ‍‘সাময়িক কড়াকড়ি’!

ইন্টারনেটে ‍‘সাময়িক কড়াকড়ি’!

ঢাকা : চলতি বছরের শুরুর দিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময়ও ‘ভাইবার’ ও ‘হোয়াটসঅ্যাপ’সহ ইন্টারনেটে যোগাযোগের কয়েকটি অ্যাপস কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। এসব অ্যাপ বন্ধ করার ব্যাপারে তখন পুলিশ বলেছিল, নাশকতাকারীরা মোবাইল ফোনে কথা না বলে ইন্টারনেটভিত্তিক অ্যাপ ব্যবহার করায় তাদের ধরতে সমস্যা হচ্ছে। ফলে এবার জঙ্গি হামলা বন্ধে ইন্টারনেট ব্যবহারের ওপর ‘সাময়িক কড়াকড়ি’ আরোপের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটালাইজেশনের শুভফল যেমন আছে, খারাপ ফলও আছে।’ তিনি বলেন, ‘এতো বেশি আমরা সেই থ্রি-জিতে, ফোর-জিতে চলে গেছি যে ইন্টারনেট-ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে এই জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছে।’ রোববার সকালে গণভবনে নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতা নিয়ে সংবাদ সম্মেলনে করেন প্রধানমন্ত্রী। এ সময় সাম্প্রতিক কয়েকটি হত্যা ও হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জঙ্গিদের যোগাযোগ ও অর্থায়ন বন্ধে তাদের শনাক্ত করতে কিছু ‘অ্যাপ’ বন্ধ করাসহ ইন্টারনেট ব্যবহারের উপর ‘সাময়িক কড়াকড়ি’ আরোপের ইঙ্গিত দিয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখব, এটা যদি খুব বেশি-ই করে, হয়তো একটা সময়ের জন্য, কিছু দিনের জন্য অন্তত এটা আমরা বন্ধ করে দিয়ে... এই লিংকগুলি যাতে ধরা যায়।’ ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে