সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৮:৪৫:২১

সব ধরনের ওষুধের দাম কমছে

সব ধরনের ওষুধের দাম কমছে

ঢাকা : ওষুধ শিল্পে ট্রেড রিলেটেড অ্যাস্পেক্টস অব ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি রাইটস (ট্রিপস) চুক্তি বাস্তবায়নে আরও ১৭ বছর সময় পেল বাংলাদেশ। চলতি বছরের ৩১ ডিসেম্বর চুক্তি বাস্তবায়নের সময়সীমা ধার্য ছিল। ৬ নভেম্বর জেনেভায় অবস্থিত ডব্লিউটিওর সদর দফতর থেকে স্বল্পোন্নতভুক্ত (এলডিসি) বাংলাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে মেধাস্বত্ব আইন মানার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেয়। একই সঙ্গে ট্রিপস চুক্তি বাস্তবায়নের মেয়াদ বাড়িয়ে ২০৩৩ সাল পর্যন্ত পুনর্নির্ধারণ করে দেয়। মেধাস্বত্ব আইন মানার বাধ্যবাধকতা থেকে মুক্তি ও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে সুযোগ দেয়ার ফলে এতে দেশের ওষুধ শিল্প যেমন দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডের পরিমণ্ডলে জায়গা করে নিতে পারবে। বিশ্ববাজারে বড় পরিসরের রফতানি বাজার তৈরি হবে। তেমনি এর সুফল অভ্যন্তরীণ পর্যায়েও পাওয়া যাবে। যার মধ্যদিয়ে ৩১ ডিসেম্বরের পর থেকেও দেশের জনগণের আরও কয়েক বছর কম দামে ওষুধ কেনার সুযোগ মিলবে। সময় না পেলে স্থানীয় বাজারেই ১ জানুয়ারি থেকে ৪ থেকে ৫ টাকা দামের ওষুধই কিনতে হতো ১১০ থেকে ১২০ টাকায়। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় সংসদ সদস্য ও ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি, মনোজ কুমার রায়, অমিতাভ চক্রবর্তী এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মোক্তাদির উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, স্বল্পোন্নত ৪৯টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশই ওষুধ উৎপাদনে সক্ষম। তাই বিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) ওষুধের জন্য ট্রিপস চুক্তি বাস্তবায়নে বর্ধিত সময়ের দাবিতে অন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমর্থন পাওয়াও ছিল বেশ দুষ্কর। এত প্রতিকূলতার মধ্যে ট্রিপস চুক্তি বাস্তবায়নে আরও ১৭ বছর সময় পাওয়ার সিদ্ধান্ত মেলা যেমন ভাগ্যসহায়ক, তেমনি বাংলাদেশের জন্য অনেকটা কৃতিত্বের বিষয়ও। কারণ এই দরকষাকষিতে কেবল বাংলাদেশের পক্ষেই নয়, এলডিসির সমন্বয়ক ও মুখপত্র হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজেই দায়িত্ব পালন করেছেন। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে