নিউজ ডেস্ক : এমনিতেই ভারতের বিদেশ নীতিতে প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। সেই তালিকায় যে বাংলাদেশ সবার আগে রয়েছে, সে কথা জানিয়ে দিলেন ঢাকা সফররত ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
দু'দিনের সফরে রবিবার ঢাকা পৌঁছন সুষমা। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ''পড়শি পহলে, লেকিন বাংলাদেশ সবসে পহলে।''
এ দিন সকালে ঢাকার বারিধারা এলাকায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে ওই অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলি, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। মাহমুদ আলি সম্পর্কে সুষমা এ দিন বলেন, ''আমরা দু'জন ভাইবোনের সম্পর্ক পাতিয়ে ফেলেছি।''
ওই অনুষ্ঠানে ভারত সরকারের অর্থ সাহায্যে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ঘোষণা করা হয়। সুষমা বলেন, ''আমাদের তরুণদের ওপর বেশি করে বিনিয়োগ করতে হবে। এতে ভবিষ্যত্ নিরাপদ থাকবে।''
তিনি আরও বলেন, ''নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আমরা খুশি। আশা করছি, এ বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা দেওয়া হবে।''
এমটিনিউজ/এসএস