নিউজ ডেস্ক: দেশের প্রথম সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ পিছিয়ে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিএসসিসিএল কর্তৃপক্ষ। এর আগে এই কাজের জন্য রোববার মধ্যরাত থেকে তিন দিনের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছিলো। কিন্তু সেই সময় পিছিয়ে সোমবার মধ্যরাতের কথা বলা হয়েছে। এই সাবমেরিন মেরামতে কাজের জন্য ২৪ থেকে ২৬ অক্টোবর ইন্টারনেট ধীরগতি হবে।
এর আগে প্রথম ২২ সেপ্টেম্বর থেকে মেরামত শুরু করার কথা থাকলেও পরে আরেক দফা সময় বদল করা হয়। এই কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে অবস্থিত। ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে একটি রিপিটার প্রতিস্থাপনের জন্য এ মেরামতকাজ চলবে বলে জানা গেছে।
বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হয়। ২০০৫ সালে চালুর পর প্রথমবারের মতো এ সাবমেরিন কেবল সম্পূর্ণ বন্ধ করে দিয়ে এর মেরামত করা হবে। এ বছরের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয় দ্বিতীয় সাবমেরিন কেবল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস