নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এম কে আনোয়ারকে হারিয়ে একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান রাজনীবিদকে হারিয়েছে বাংলাদেশ। এ সরকারের কোন নির্যাতন, জুলুম তাকে দমাতে পারেনি। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটি বড় ক্ষতি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।
মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সসদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নামাজে জানাযার পরে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এ সরকারের কোন জুলুম-নির্যাতন তাকে আর স্পর্শ করবে না। তাকে হারানো গণতান্ত্রিক আন্দোলনে অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।
ফখরুল দল ও চেয়ারপারসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বলেন, তার চলে যাওয়ার শোক যেন তার পরিবার ও আমরা সহ্য করতে পারি সে প্রার্থনা করছি।
জানাযায় বিএনপির জাতীয় কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান, সহ কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কাটাবনে সকাল ১০ টায় প্রথম জানাযাযা অনুষ্ঠিত হয়, দুপুর ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাযা এবং দুপুর ১.৩০ সংসদ ভবনে, তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হবে।
সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস