মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ০৩:৫০:২১

সিঙ্গাপুরে নেয়া হয়েছে বিএনপি নেতা তরিকুলকে

 সিঙ্গাপুরে নেয়া হয়েছে বিএনপি নেতা তরিকুলকে

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল আটটায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন তার পরিবারের সদস্যরা।

তরিকুল ইসলামের শ্যালক আবুল বাশার সাইফুদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

তিনি জানান, স্ত্রী নার্গিস বেগম এবং দুই ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও শান্তনু ইসলাম সমিত তার সঙ্গে রয়েছেন।  

বাশার জানান, সপ্তাহে দুদিন তরিকুলের কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। এতে তার চলাফেলায় অসুবিধা হচ্ছে। বারডেমে তার চিকিৎসা চলছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভর্সিটি হসপিটালে তার চিকিৎসা হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে