নিউজ ডেস্ক: ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের চুক্তি সই। মঙ্গলবার সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এর আগে মিয়ানমারে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টায় নেপিদোর হরিজন লেক ভিউ রিসোর্টে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রসচিব ইউ টীন মায়েন্ট।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস