মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ১১:০৯:৫৪

এম কে আনোয়ারের বাসায় খালেদা জিয়া

এম কে আনোয়ারের বাসায় খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বিএনপির প্রয়াত নেতা এম কে আনোয়ারের পরিবারের প্রতি শোক জানাতে তার বাসায় গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিজের বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তিনি এলিফ্যান্ট রোডে এম কে আনোয়ারের বাসায় যান। এর আগে রাত পৌনে নয়টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন।

তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপির প্রধান এম কে আনোয়ারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তাদের খোঁজ-খবর নেন এবং সান্ত্বনা দেন।
খালেদা জিয়া এসময় এম কে আনোয়ারের স্ত্রীর সঙ্গে কথা বলেন।

এম কে আনোয়ার বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি সরকারের সময় তিনি দু’বার মন্ত্রী ছিলেন। আগামীকাল বুধবার (২৪ অক্টোবর) কুমিল্লায় এম কে আনোয়ারের দাফন হওয়ার কথা রয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে