কলকাতা থেকে : এর আগে যতবার ভারতের কোনও অপরাধের সঙ্গে কোনও বাংলাদেশির নাম জড়িয়েছে, ততবারই সামনে এসেছে অনুপ্রবেশের অভিযোগ। তবে এবার বৈধ পথে ভারতে এসে ব্যাংক ডাকাতি করার অভিযোগে গ্রেফতার করা হল এক বাংলাদেশি নাগরিককে।
দুর্গাপুজার সময় কলকাতা মহানগরীর একটি ব্যাংকে ডাকাতি করার সময় সে ভারতের ভিসা নিয়ে পাসপোর্ট-সহ এসেছিল। তারপর বৈধ উপায়ে এ দেশ ছেড়েছিল। কিছুদিন পর আবার বৈধ অনুমতি নিয়ে ভারতে আসতে গিয়ে সে ধরা পড়ল।
কারণ, তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। তার ভিত্তিতেই ভারতে প্রবেশের সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি সফিকুল ইসলাম খুলনার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসের শেষে সে বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। প্রথমে থাকতে শুরু করে মালদহে। সেখানে কয়েকটি ব্যাংকে ডাকাতির ছক কষে। কিন্তু তা সফল হয়নি। এরপর সেখান থেকে সফিকুল কলকাতায় চলে আসে। কলকাতায় এসে সে নিউ মার্কেটের একটি হোটেলে থাকতে শুরু করে।
তারপর কলকাতার জওহরলাল নেহরু রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টার্গেট করে। ব্যাংকের আশপাশের রেকি করে। কোনদিক থেকে ব্যাংকে ঢুকলে কেউ টের পাবে না, সেটাও দেখে। এরপর আর ২৬ সেপ্টেম্বর রাতে জানলা কেটে ওই ব্যাংকে ঢোকে সে।
তারপর প্রায় ১৮ ঘণ্টা ব্যাংকের মধ্যেই ছিল। ছুটি থাকায় তার কাজ করতেও সুবিধা হয়। ভল্ট ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।
পুলিশের দাবি, তার কাছে বৈধ ভিসা থাকায় কেউ আর সন্দেহ করেনি। সেই কারণেই সে আর ধরা পড়েনি। ৩০ সেপ্টেম্বর ব্যাংক খোলার পর বিষয়টি সামনে আসে। অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। পরীক্ষা করা হয় ব্যাংক ও তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ।
তা থেকেই পুলিশ জানতে পারে নিউ মার্কেটের কোন হোটেলে সে ছিল। সেখানে গিয়ে হোটেলের রেজিস্ট্রার চেক করে সফিকুলের হদিশ মেলে। আদালতের দ্বারস্থ হয়ে সফিকুলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করায় পুলিশ।
রোববার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ফের ভারতে আসছিল সফিকুল। এবারও সে বৈধভাবে আসছিল। কিন্তু লুক আউট নোটিশ জারি থাকায় তাকে সনাক্ত করে বিএসএফ। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার সফিকুলকে ব্যাংকশাল আদালতে তোলে পুলিশ। বিচারক ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশের ধারণা, আবার কোনও অপরাধের ছকেই সফিকুল ফের ভারতে আসছিল।
এমটিনিউজ/এসবি