নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
আইনজীবী লিওন সাংবাদিকদের বলেন, পৃথক আদেশে চারটি মামলা স্থগিত করার পাশাপাশি রুল জারি করা হয়েছে। এসব মামলা কেন বাতিল করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম আদালত স্থগিত করেছে।
এমটিনিউজ/এসবি